শেখ হাসিনার সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী : আব্দুল মান্নান

প্রকাশিত: ৭:৩৪ পিএম, অক্টোবর ১৮, ২০১৯
  • শেয়ার করুন

বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। চরাঞ্চলের মানুষের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ কমপ্লক্স নির্মাণ করা হচ্ছে। চরে ইতোমধ্যেই রাস্তা পাকাকরণের কাজ করা হয়েছে। আরো রাস্তা পাকাকরণ করা হচ্ছে।

‘শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ করা হয়েছে। চরের মানুষের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে জামালপুর জেলার মাদারগজ্ঞ উপজেলা হতে বিদ্যুত সংযোগ নির্মাণের কাজ চলছে। যেসব চরে বিদ্যুত সংযোগ দেয়া সম্ভবপর নয় সেসব চরে সোলার প্যানেলের মাধ্যমে সোলার বিদ্যুত দেয়া হচ্ছে বলে যোগ করেন তিনি।’

শুক্রবার (১৮ অক্টোবর) সারিয়াকান্দির কাটাপুর বাজারে কাজলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও কটাপুর-আনন্দ বাজার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি ফলক স্থাপন শেষে বিকালে ঠেংরাকুড়া আনন্দ বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আব্দুল মান্নান আরও বলেন, এক সময়ের অন্ধকারাছন্ন চর আলোকিত হয়েছে। চরের মানুষের জীবনমান উন্নয়নে চরজীবিকায়ন প্রকল্প চালু করা হয়েছে। চর ও হাওড় উন্নয়ন প্রকল্পের আওতায় চরে ইনস্টিটিউশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক সময় চরের মানুষ সকল নাগরিক সুবিধা বঞ্চিত ছিল। এসব কাজ বাস্তবায়িত হলে চরাঞ্চলের মানুষও আধুনিক সুযোগ সুবিধা ভোগ করবে।

এসময় কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী মোল্লার সভা সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম,কর্ণীবাড়ি ইউপি চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম রিপন, তাজুল ইসলাম তারা, জয়নাল আবেদীন, কাজী আইয়ুব হোসেন মোল্লা, আলেছুর রহমান, যুবনেতা শাহজাহান আলী মোল্লা, ছাত্রনেতা আনিছুর রহমান প্রমুখ।