পদ্মা সেতুতে ১২৫২ কোটি টাকার টোল আদায়

প্রকাশিত: ৪:৩০ পিএম, জানুয়ারী ১৬, ২০২৪
  • শেয়ার করুন

পদ্মা সেতুতে এখন পর্যন্ত ১২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বনানীর সেতু ভবনের অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতু। এরপর এক মিনিটের জন্যও সেতুতে যান চলাচল বন্ধ হয়নি।

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টা সর্বোচ্চ চার কোটি ৬১ লাখ টাকা টোল আদায়ের রেকর্ড হয় সেতু চালুর দ্বিতীয় বছর পূর্তির পরদিন ২৭ জুন। এছাড়া প্রতিদিন গড়ে টোল আদায় হয় ২ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকার বেশি।