প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: এমপি ব্যারিস্টার জন

প্রকাশিত: ৫:০৪ পিএম, এপ্রিল ১৭, ২০২৩
  • শেয়ার করুন

উত্তাল মাহমুদ,নওগাঁ-০৫ আসন প্রতিনিধিঃ- নওগাঁয় জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির আয়োজনে শনিবার ১৫ (এপ্রিল) বিকেলে নওগাঁ ফুড প্যালেসে জেলা সাংবাদিক ইউনিয়ন এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আজাদ হোসেন মুরাদ এর সভাপতিত্বে মোঃ রিফাত হোসেন সবুজ এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন।

তিনি বলেন,এদেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এবং স্বাধীন গণমাধ্যমের কাছে জনগণের প্রত্যাশা সততা, বস্তুনিষ্ঠতা, দ্বায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ সাংবাদিকতা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.ফজলে রাব্বী বকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ,পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি সরদার সালাউদ্দীন মিন্টু,জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ্যাড.শহীদ হাসান সিদ্দিকী স্বপন,কার্যনির্বাহী সদস্য কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম,জেলা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন,এপিপি এ্যাড.মোজাহার আলী প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিরা সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্বে সম্মাননা স্মারক প্রদান করেন এবং সন্ধায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।