খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই: আব্দুর রাজ্জাক

প্রকাশিত: ৬:০১ পিএম, ফেব্রুয়ারি ২২, ২০২৩
  • শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট না দেয়, আমরা স্যালুট দিয়ে চলে যাব।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, যেহেতু খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে, তাই দেশের আইন অনুসারেই খালেদা জিয়ার নির্বাচনে অংশ গ্রহণের বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, আন্দোলন করে সরকার পতন করা যাবে না। নির্বাচনের কোন বিকল্প নেই। সংবিধানের বাইরে কারো কিছু করার সুযোগ নেই। সংবিধান মেনেই দেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যদি জনগণ ভোট না দেয়, আমরা স্যালুট দিয়ে চলে যাবো।

মন্ত্রী বলেন, যেহেতু খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে, দেশের আইন অনুসারেই নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

সংবিধান মেনেই দেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন করে সরকার পতন করা যাবে না। নির্বাচনের কোনো বিকল্প নেই। সংবিধানের বাইরে কারো কিছু করার সুযোগ নেই।