সর্বশেষ সংবাদ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে: পলক

প্রকাশিত: ১:২২ পিএম, জানুয়ারী ৩১, ২০২৩
  • শেয়ার করুন

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি মূলস্তম্ভ।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র ভিত্তি প্রস্তর স্থাপন করে তিনি এসব কথা বলেন।

দেশের সর্বপ্রথম ফ্রন্টিয়ার প্রযুক্তি ভিত্তিক বিশেষায়িত ও ডেডিকেটেড একাডেমিক ইন্সটিটিউশন হচ্ছে এই প্রতিষ্ঠানটি।

শিবচরের এক্সপ্রেসওয়ের পাশে কুতুবপুর ইউনিয়নে প্রায় ৭০.৩৪ একর জায়গা জুড়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মাণ করা হবে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর চেষ্টায় ৭০ একর জায়গায় আমরা শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারলাম।’

এসময় অন্যদের মধ্যে সালমান এফ রহমান এমপি, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।