
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশ বিএনপির সমাবেশের চেয়ে ১২-১৪ গুণ বড় ছিল।
সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে জাতীয় প্রেসক্লাবের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, রাজশাহীতে গতকাল একটা অসাধারণ সভা হয়েছে। পুরো রাজশাহী শহর জনসভাস্থলে পরিণত হয়েছিল। মাদরাসা মাঠের বাইরে কমপক্ষে ১০-১২ গুণ মানুষ ছিল। বিএনপিও সেখানে সমাবেশ করেছিল।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশে মানবাধিকারের লঙ্ঘন শুরু করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডেও তিনি যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। আজকে সেগুলো প্রমাণিত, দিবালোকের মতো স্পষ্ট সত্য। জিয়াউর রহমান নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনা কর্মকর্তাকে বিনাবিচারে ফাঁসি দিয়েছেন।
তিনি আরও বলেন, আকাশ থেকে প্রধানমন্ত্রীও সমাবেশটি দেখেছেন। এটি অভাবনীয়, আমাদের ধারণার বাইরে জনসমাগম হয়েছে। আমি শুরু থেকে পুরো শহর জুড়ে মানুষের মধ্যে উদ্দীপনা, সমাবেশে যাওয়ার জন্য আগ্রহ দেখেছি। এতেই প্রমাণ হয় প্রধানমন্ত্রীর প্রতি, আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন।