প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: এমপি দিদার

প্রকাশিত: ৪:০২ পিএম, জানুয়ারী ১৭, ২০২৩
  • শেয়ার করুন

সীতাকুণ্ড উপজেলা ছলিমপুর ইউনিয়নে অবস্থিত ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের চারতলা নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার গুণগতমান বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। একটি উন্নত দেশ করতে হলে, আগে সে দেশের জনগণ ও সন্তানদের শিক্ষায় শিক্ষিত করতে হবে।

শেখ হাসিনার উন্নয়ন,বাংলাদেশের জনগণের জন্য।
বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে।

সভাপতিত্ব করেন ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব লে. কর্নেল নাঈম উল হাসান খান, উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোস্তফা আলম সরকার, ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের অভিভাবক প্রতিনিধি আমজদ হোসেন।