প্রশাসনের সব কর্মকর্তাদের ডোপ টেস্টের আওতায় আনা দরকার

প্রকাশিত: ১২:৪০ পিএম, নভেম্বর ২৭, ২০২২
  • শেয়ার করুন

প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনা দরকার বলে মন্তব্য করে জাতীয় সংসদের ডিপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, তরুণ প্রজন্ম মাদকের প্রধান ভুক্তভোগী। এই প্রজন্মকে রক্ষার জন্য কী করা যায়- এ নিয়ে আমাদের আলোচনা করা দরকার।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের হোটেল সী গালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত ধূমপান ও মাদকবিরোধী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, দেশের ৫০-৬০ লাখ মানুষ বিভিন্ন মাদকের সঙ্গে জড়িত আছে। তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিলে দেশে মাদকের ব্যবসা অনেকটা রোধ হবে।

ছাত্রলীগ থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা দরকার উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদককে হারাম বলেছেন।

তিনি আরও বলেন, ৭৫ সালে তার হত্যাকাণ্ডের পর বাতিল করা ৫২টি মদ সরবরাহ প্রতিষ্ঠান নবায়ন করার মাধ্যমে মাদক কারবার আবারও সক্রিয় হয়ে উঠে।