
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে এখন সরকার হটানোর চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, পরাজিত করার কোনও শক্তি নেই।’
বুধবার (২৩ নভেম্বর) বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনে থাকা দণ্ডিত নেতা তারেক রহমান নাকি তাদের (বিএনপির) নেতা। বিএনপি তাকে নেতা মানতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে নেতা মানতে পারে না। তার নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোনও দিনও পছন্দ করবে না, ঘৃণা করবে।
তিনি আরও বলেন, ‘১৫ আগস্টের মাস্টারমাইন্ড জেনারেল জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান)। এই খুনিরা আওয়ামী লীগকে সহ্য করে না। এই দল আওয়ামী লীগকে সহ্য করতে পারে না, শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। লন্ডন থেকে বলে ‘‘হাসিনা’’। ‘‘তুইও’’ বলে, ‘‘তুমিও’’ বলে। বেয়াদবির একটা সীমা আছে।’