সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:০৯ পিএম, নভেম্বর ১৪, ২০২২
  • শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সৌদি আরবে অবস্থান করা রোহিঙ্গাদের মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা হবে।

বাংলাদেশ সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। সৌদি আরব এনজিও ও সরকারিভাবে রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। সেটাকে আরও কীভাবে জোরদার করা যায়? কীভাবে এরা (রোহিঙ্গা) নিরাপদ ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে- এসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে তারা জানিয়েছেন যে, তিন লাখ রোহিঙ্গা তাদের ওখানে বসবাস করেন। তারা সেখানে ব্যবসা-বাণিজ্য সবই করছেন। তারা আমাদের কাছে যে আবেদন করেছিল আমরা সেটা দেখছি। তারা পাসপোর্টগুলো নবায়ন করে দেওয়ার জন্য বলেছেন। সিস্টেমওয়াইজ আমরা পাসপোর্টগুলো নবায়ন করছি, যারা ওখানে রয়েছেন।

‘আমাদের একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি হতে যাচ্ছে। যেন এসব সমস্যা যেগুলো আছে, সেগুলো সুরাহা করার জন্য।’