ভোটার নেই ফরিদপুরের উপনির্বাচনে, তবুও সন্তুষ্ট সিইসি

প্রকাশিত: ৩:৩৬ পিএম, নভেম্বর ৫, ২০২২
  • শেয়ার করুন

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি অন্য সব নির্বাচনের তুলনায় একেবারেই নগন্য। তবে শনিবার সকাল থেকে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। যে কারণে ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে সিইসি বলেছেন, ‘ফরিদপুর-২ উপনির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। আমরা সন্তুষ্ট।’

খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘খুবই পিসফুল পরিবেশে নির্বাচন হচ্ছে। ভোটার উপস্থিতি কেমন বলতে পারব না। তবে খুব বেশি ভিড় পরিলক্ষিত হয়নি। যেটা আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, কোনো অনিয়ম হবে না, সেদিক থেকে আমরা সন্তুষ্ট। আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি, এক হাজার ৫২টি ক্যামেরা বসানো আছে।’

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর ও বটগাছ প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জয়নুল আবেদীন বকুল মিয়া।

নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে আসনটি গঠিত। এতে তিন লাখ ১৮ হাজার ৪৭৯ জন ভোটার ১২৩টি কেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তবে সকাল থেকে বেশিরভাগ কেন্দ্র দেখা গেছে একদমই ভোটার নেই। অলস সময় পার করছেন ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টরা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরাও সময় কাটাচ্ছেন ঘোরাঘুরি করে।