ঘূর্ণিঝড় “সিত্রাং” ক্ষতিগ্রস্থদের পরিবারের পাশে এমপি দিদার

প্রকাশিত: ৯:৪৮ পিএম, অক্টোবর ২৭, ২০২২
  • শেয়ার করুন

সীতাকুণ্ড উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং ক্ষতিগ্রস্হ আটশো পরিবারের মাঝে, ব্যাক্তিগত পক্ষ থেকে (খাদ্য) উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড,আকবরশাহ,পাহাড়তলী আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘূর্ণিঝড় সিত্রাং আশার আগেই জরুরী পদক্ষেপ নিয়েছেন, তিনি গনবভন থেকে সব কিছু মনিটরিং করার কারণে জনগনের জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে।

এমপি দিদারুল আলম আরো বলেন আপনারা জানেন অতিথের মত আমি জনদুর্ভোগে সবসময় সরকারের পাশাপাশি, আমার ব্যাক্তিগত পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করে, আপনাদের পাশে থাকার চেষ্টা করি।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, সীতাকুণ্ড যুব উন্নয়ন অফিসার শাহ আলম,কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ চৌধুরী, কুমিরা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মুক্তিযুদ্ধা কামাল উদ্দিন সওদাগর ও কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সদস্যা বৃন্দ।