বর্তমান লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:০৩ পিএম, অক্টোবর ২৫, ২০২২
  • শেয়ার করুন

বর্তমান লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘এখন লোডের পরিমাণ কম। সুতরাং লোডশেডিংয়ের এখন সুযোগ নেই।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন লোডের পরিমাণ কম। সুতরাং লোডশেডিংয়ের এখন সুযোগ নেই। আমরা আশা করছি, এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসব।

তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামকে দ্রুত লোডশেডিং থেকে বের করে আনতে আমরা ব্যবস্থা নিয়ে যাচ্ছি। আশা করছি কয়েক মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় চলে আসব।

দিনে বিদ্যুৎ ব্যবহার না করার বিষয়ে যে কথা এসেছে তাতে মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে একজন সাংবাদিক প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, যে কথাটা এসেছে, সেটা শঙ্কার ভিত্তিতে। যদি দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা খুব খারাপের দিকে যায়, সেক্ষেত্রে এ কথা।

নসরুল হামিদ আরও বলেন, ‘তবে আমি মনে করি এতো শঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা চেষ্টায় আছি, ভালো অবস্থায় যাব। আমাদের সব পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগোতে হবে। এটাই বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি আমরা এটা সামাল দিতে পারব।’