আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে জাপা, জোটের সিদ্ধান্ত পরে: জিএম কাদের

প্রকাশিত: ৪:৪৫ পিএম, অক্টোবর ২৫, ২০২২
  • শেয়ার করুন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তবে নির্বাচনের আগে কারও সঙ্গে দলটি জোট করবে কিনা সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা আগামী সংসদ নির্বাচনে অংশ নেব। আমরা তিনশ আসনে ভোট করার প্রস্তুতি নিচ্ছি। তবে কারও সঙ্গে জোট করব কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জিএম কাদের বলেন, ‘জাতীয় নির্বাচন ছাড়াও এর আগে যতগুলো নির্বাচন হবে সবগুলোতে জাতীয় পার্টি অংশ নেবে। ইভিএম নিয়ে জাতীয় পার্টি বিভিন্ন সময়ে যে শঙ্কা প্রকাশ করেছে তা প্রমাণ করার জন্য এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমরা যে শঙ্কার কথা বলেছি তা সত্য প্রমাণ হয়েছে নির্বাচন কমিশনারের কথায়। আমরা আবারও বলতে চাই ইভিএম দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’