এমপি দিদারের নিজস্ব অর্থয়নে ঘর ফেলো গৃহহীন বিধবা

প্রকাশিত: ৯:৪৫ পিএম, অক্টোবর ১৫, ২০২২
  • শেয়ার করুন

সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর নিজস্ব অর্থয়নে নির্মিত ঘর পেয়েছেন বারৈয়াঢালা ইউনিয়ন এক বিধবা মহিলা।

আজ বিকাল ৪ টায় সীতাকুণ্ড পৌরসভায় ঐ মহিলার কাছে চাবি হস্তান্তর করেন আলহাজ্ব দিদারুল আলম এমপি।

এসময় এমপি দিদারুল আলম বলেন, আমি বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছিলাম,দেখি এক মহিলা বাঙ্গা কুড়ো ঘরের সামনে দাড়িয়ে আছে, আমি সাথে সাথে ঐ মহিলার সাথে কথা বলি এবং তার সমস্যার কথা জিজ্ঞেস করি।

ঐ মহিলা বলেন আমার ঘরের সমস্যা, যদি আপনি একটা আমাকে একটা ঘর করে দেন,আমি সাথে সাথে ঐ বিধবা মহিলার ঘর নির্মাণ করে দিয়েছি।

ঘরের চাবি হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাৎ হোসেন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল হোসেন, সীতাকুণ্ড পৌরসভা মেয়র মুক্তিযুদ্ধো বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন,বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সিরাজুল ইসলাম ও আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।