দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, লোডশেডিংয়ে কষ্টে আছে মানুষ: জিএম কাদের

প্রকাশিত: ৯:৩২ পিএম, অক্টোবর ১১, ২০২২
  • শেয়ার করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দৈনিক ৪ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং। এতে দেশের মানুষ অসহনীয় কষ্ট করছেন।’

মঙ্গলবার (১১ অক্টোবর) বনানীর দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। টাকার অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার। বিশ্ববাজারে গ্যাসের দাম কমেছে। অথচ টাকার অভাবে তাও কিনতে পারছে না তারা।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিদ্যুৎব্যবস্থা সেপ্টেম্বরে থেকে স্বাভাবিক হবে। এখন তারা বলছেন, নভেম্বরে স্বাভাবিক হবে। আসলে কেউ জানে না কখন থেকে বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হবে।

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘গাইবান্ধায় হাজার হাজার বহিরাগত সন্ত্রাসী ভোটারদের হুমকি দিচ্ছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা সরকারি দলের আনুকূল্য পেতে ব্যস্ত হয়ে আছেন। দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।’