দেশে গণতন্ত্র না থাকায় সুশাসনও নেই, জীবনের নিরাপত্তা নেই: জিএম কাদের

প্রকাশিত: ৭:০৩ পিএম, অক্টোবর ১০, ২০২২
  • শেয়ার করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় সুশাসনও নেই, জীবনের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কাছে দেশের মালিকানা নেই।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকবে, কিছু মানুষ রাজনীতি করে আইনের ঊর্ধ্বে চলে যাবে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য সৃষ্টি হবে অথবা বিরোধী মতাদর্শের জন্য কোনো সুযোগ বা অধিকার থাকবে না, এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি।

তিনি বলেন, তিনি বলেন, আসলে দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে। জাতীয় পার্টি দেশের মানুষের সব অধিকার সংরক্ষণের দায়িত্ব নিতে রাজনীতি করছে।