ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আ’লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হলেন জামাল

প্রকাশিত: ৪:৫০ পিএম, অক্টোবর ৮, ২০২২
  • শেয়ার করুন

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-সদরপুরের একাংশ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে লাবুর বিপরীতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবুর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে জামাল হোসেন মিয়া ভোটযুদ্ধে অটল রয়েছেন। তিনি শেষ পর্যন্ত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। তাঁর দাবি, লাবু চৌধুরী বাদে যাঁরা মনোনয়ন চেয়েছিলেন, সবাই তাঁর সঙ্গে আছেন।

প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে (ফরিদপুর-২) ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন সাজেদার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী। আসনটিতে নৌকার মনোনয়ন চেয়েছিলেন ১৭ জন। এর মধ্যে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন।

জামাল হোসেন বলেন, ‘আমি যদি বেঁচে থাকি, আমি নির্বাচন করব। ’

লাবু ছাড়া মনোনয়নপ্রত্যাশী অন্য কাউকে আওয়ামী লীগ থেকে মনোনীত করলে নৌকার বিপরীতে নির্বাচন করতেন কি না? এমন প্রশ্নের জবাবে জামাল হোসেন বলেন, ‘লাবু ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করতাম না। ’