বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এনামুল হক এমপি

প্রকাশিত: ৯:৫০ এএম, সেপ্টেম্বর ৬, ২০২২
  • শেয়ার করুন

রাজশাহী-৪ (বাগমারা) রাজশাহীর বাগমারায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার বিকেল ৪ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৩৫ জনের সু-চিকিৎসায় ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।