নৌকায় উঠতে হবে,এই লজ্জায় বিএনপি নেতারা যাচ্ছে না বানভাসীদের কাছে: এমপি দিদার

প্রকাশিত: ৪:৫৮ পিএম, জুন ২০, ২০২২
  • শেয়ার করুন

ভাটিয়ারী ইউনিয়নে মাদাম বিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের ১তলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের বিত্তি প্রস্হরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন বলেছেন, ‘সিলেটসহ দেশের কয়েকটি বন্যাপ্লাবিত এলাকায় প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা ছাড়া অন্য কোনো দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে নেই।’ নৌকায় উঠতে হবে, এই লজ্জায় বিএনপি নেতা কর্মিরা যাচ্ছে না বানভাসীদের কাছে।

তিনি আরও বলেন ‘ঢাকায় বসে বসে কেউ টক শোতে বক্তৃতা দিচ্ছেন আর ঢাকায় নয়াপল্টনে কিংবা প্রেসক্লাবের সামনে সরকারের বিরুদ্ধে অনেকে বিষোদগার করছেন, কিন্তু বন্যার্তদের সাহায্য করার জন্য কেউ ঝাঁপিয়ে পড়েনি। ঝাঁপিয়ে পড়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, ‘কেউ ভাবেনি কখনো নিজের টাকায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণ করতে পারবে। পরে যখন আমরা পদ্মাসেতু নির্মাণ শুরু করে দিয়েছি, বিশ্বব্যাংক কানাডার আদালতে হেরে যায়। কানাডার আদালতে আমাদের সরকার যায়নি, বিশ্বব্যাংকই গেছে এবং তারাই হেরে গেছে। তাদের অভিযোগ যে ভূয়া, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিলো, কানাডার আদালতে সেটি প্রমাণিত হয় এবং আদালত রায় দেয়, পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি, দুর্নীতির চেষ্টাও হয়নি।’

মাদাম বিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলম কন্টাক্টদারের সভাপতিত্বে আলোচনা সভায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরচ্ছফা, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা তাজমেরী খাতুন, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইদ্রিস, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বি মোঃ মহিউদ্দিন, ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দিন, ওহিদুল আলম, কামরুল আলম, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আজম, আবদুল শুক্কুর, বিভিন্ন নেতৃবৃন্দ।