বিমানবন্দরে হয়রানির শিকার হলে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১১:৫৩ এএম, মে ২৯, ২০২২
  • শেয়ার করুন

প্রবাসীরা বিমানবন্দরে হয়রানির শিকার হলে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন পর্তুগাল সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে লিসবনের একটি রেস্টুরেন্টে পর্তুগাল আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রবাসীরা বিদেশ গমনে বা স্বদেশে ফিরতে বিমানবন্দরে কোন প্রকার হয়রানির শিকার হলে তা সরাসরি লিখিত আকারে অভিযোগ করুন।”

পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জহিরুল আলম জসিম।

আরও বক্তব্য দেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, সহ সভাপতি মহসীন হাবীব ভূঁইয়া, মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসেন, জামাল উদ্দিন, অনুপম মেহেদী অনু, খন্দকার ইউনুস ও আবদুল্লাহ নোমান।

উপস্থিত ছিলেন লিসবন দূতাবাসের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও আলমগীর হোসেনসহ পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতা-কর্মীরা।