৭টি প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ছোট মনির

প্রকাশিত: ১১:৩০ এএম, মে ২৩, ২০২২
  • শেয়ার করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে পৌনে চার কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন উপজেলার বিভিন্ন এলাকায় ৩ কোটি ৭২ লাখ ১১ হাজার ৮৬৩ টাকার ৭টি প্রকল্প কাজ শুরু করা হয়। এরমধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এইচবিবি প্রকল্পের আওতায় ৫০ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকায় অলোয়া ইউনিয়নের আলতাবের বাড়ি থেকে অলোয়া কবরস্থান, আল ফালাহ মাদরাসা হতে মতি মাস্টারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার ও অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া কর্নেলের বাড়ি থেকে খলিলের বাড়ি এবং রতন তালুকদারের বাড়ি হতে মুক্তিযোদ্ধা আবদুল বাছেদের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকাকরণ।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমআরআরআইপি প্রকল্পের আওতায় ৮০ লাখ ৯৬ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে অলোয়া ইউনিয়নের আকালু হতে নলুয়া ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ, টাঙ্গাইল প্রজেক্টের আওতায় ৪৫ লাখ ২৫ হাজার ৫৭৯ টাকা ব্যয়ে গোবিন্দাসী ইউনিয়নের রাউবাড়ি কবরস্থান হতে জিগাতলা বাঁধ পর্যন্ত ৫৮০ মিটার রাস্তা পাকাকরণ। এছাড়া ৮২ লাখ ২৫ হাজার ২৫৬ টাকা ব্যয়ে অলোয়া ইউনিয়নের খরক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ও ১ কোটি ৭ লাখ ১৩ হাজার ৭৪৭ টাকা ব্যয়ে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ। ৫৯ লাখ ৫ হাজার ৩৩৮ টাকা ব্যয়ে গাবসারা ইউনিয়নের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ।