২০২১-২২ অর্থ বছরে রাজশাহীর বাগমারায় গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় চেক বিতরণ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা-ইমারত মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, নির্বঅহী কর্মকর্তা অফিস সহকারী শহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সদস্য হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ১৭০ জনের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।