৫ হাজার মানুষকে ইফতার করালেন এমপি ছোট মনির

প্রকাশিত: ৬:৫০ পিএম, এপ্রিল ২৭, ২০২২
  • শেয়ার করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে একসঙ্গে পাঁচ হাজার মানুষকে ইফতার করিয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে স্থানীয় ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছোট মনির বলেন, আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এতজন মানুষের সাথে ইফতার করতে পেরে আমি আনন্দিত। আধুনিক ভূঞাপুর গড়ার লক্ষে ভবিষ্যতেও আমরা এভাবে একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো। বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন। উন্নয়নের সেই অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করবো।

ইফতার মাহফিলে ছোট মনির ছাড়া আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ ।

এতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।