বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করলেন সাংসদ দবিরুল

প্রকাশিত: ২:৫৯ পিএম, আগস্ট ১৫, ২০১৯
  • শেয়ার করুন

মোঃ মিন্নাত আলী, ঠাকুরগাও-২ প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বালিয়াডাঙ্গীতে পালিত হয়েছে। কর্মসূচি মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন।

আজ বৃহঃবার সকাল ৯ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হতে একটি র‍্যালি বের হয়ে চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন চার্জ মোব্বাসেরুল হক।

অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলা আ. লীগ, উপজেলা সেচ্ছাসেকক লীগ, উপজেলা মহিলা আ. লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা বাস্তুহারা লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অপরদিকে উপজেলার বিভিন্ন সহযোগী দলের নেতাকর্মীরা কালো ব্যাজধারন করে, জাতীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলন, বালিয়াডাঙ্গী উপজেলা মিলনায়তনে আলোচলা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী উপজেলা নারী সমাজের মধ্যে মুক্তি ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মীবৃন্দ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী, মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করা হয়।