এক সময় বাংলাদেশকে ভিক্ষুকের দেশ বলা হতো, সেই দিন এখন আর নেইঃ বনমন্ত্রী

প্রকাশিত: ৯:৩৯ পিএম, ডিসেম্বর ১৭, ২০২০
  • শেয়ার করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, এক সময় বাংলাদেশকে গরীব ও ভিক্ষুকের দেশ বলা হতো। কিন্তু সেই দিন এখন আর নেই। আজ বাংলাদেশ আর গরীবের দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ফলে দেশ ও মানুষের উন্নয়ন হচ্ছে। মধ্যম আয় থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।