সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেঃ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৭ এএম, নভেম্বর ২১, ২০২০
  • শেয়ার করুন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিক্ষকরাই আলোকিত মানুষ এবং সমাজ বিনির্মাণের কারিগর। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। আপনাদের মর্যাদা কোনোদিন ম্লান হবে না। বর্তমান সরকার শিক্ষার সংস্কার, সম্প্রসারণ ও মান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার (মাশিপ) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে। করোনার মতো মহামারি পরিস্থিতিতে ও সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার ফলেই আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের উৎস আপনাদের কাছ থেকেই। আপনারা একজন মানুষকে নৈতিক শিক্ষা দেন, তার ভেতর মূল্যবোধের সৃষ্টি করেন দেখবেন তার জন্য অন্যায়ের দরজা তালাবদ্ধ হয়ে যাবে।

এসময় মনোহরদী মাধ্যমিক শিক্ষা পরিবারের সভাপতি সোহরাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রমুখ।