প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করলেন এমপি নূর মোহাম্মদ

প্রকাশিত: ১১:৩১ এএম, নভেম্বর ২০, ২০২০
  • শেয়ার করুন

মোজাম্মেল হক, কিশোরগঞ্জ-২: কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল ১৯ নভেম্বর (বৃহস্পতিবার)নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ।

এসময় বিশেষ অতিথি ছিলেন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কটিয়াদী ম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক ও সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা।

এ সময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।