সবাইকে নিজ ধর্মসহ অন্য ধর্মের প্রতি আন্তরিক হতে হবেঃ মৎস্য মন্ত্রী

প্রকাশিত: ৭:২২ পিএম, অক্টোবর ১৭, ২০২০
  • শেয়ার করুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, সকল ধর্মেই জীব, সমাজ বা অন্যের কল্যাণের কথা উল্লেখ আছে। আমাদের সবাইকে নিজ ধর্মসহ অন্য ধর্মের প্রতি আন্তরিক হতে হবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মীয় আন্তরিকপূর্ণ মানুষ। সনাতন ধর্মালম্বীদের মতে অসুর শক্তিকে দমন করতে সব শুভশক্তি এক হয়েছিলেন। তাই আমাদের সমাজের সব অশুভ শক্তির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের সঙ্গে মতবিনিময় ও উপজেলার ১২২টি মন্দিরে তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় নাজিরপুরে হিন্দুদের সম্পদ ও নারীদের সম্ভ্রমের কোনো নিরাপত্তা ছিলো না। আজ তা নিশ্চিত করা হয়েছে। কোনো অপরাধ আমার কোনো নিজস্ব লোক করলেও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।