দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবেঃ মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ৭:২৯ পিএম, অক্টোবর ১৩, ২০২০
  • শেয়ার করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দুর্নীতি করলে কোনো ছাড় নেই। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং সিটিজেন চার্টার অনুযায়ী প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সভায় সচিব বলেন, বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বের কারণে মহামারিকালেও দেশের ভেতর তেমন কোনো সংকট সৃষ্টি হয়নি। করোনাভাইরাস আমাদেরকে মানুষের প্রতি মানুষের আরও বেশি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিয়েছে। আমরা যদি জনগণকে আমাদের প্রতিশ্রুত সেবা দিতে পারি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হবে।

পরে মন্ত্রী প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের মাঝে পুনর্বাসন, ক্ষতিপূরণ, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।