টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সাংসদ ছোট মনিরসহ ১৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার অতিক্রম করল।
এর আগে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ একাব্বর হোসেন সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ।
এমপি ছোট মনির জানান, জ্বর অনুভব করায় নমুনা পরীক্ষা করে তিনি আক্রান্ত বলে জানতে পারেন। সোমবার বিকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন বলে জানান।