জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করলেন এমপি ছোট মনির

প্রকাশিত: ১১:০১ এএম, সেপ্টেম্বর ৬, ২০২০
  • শেয়ার করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে অভ্যন্তরীণ জলাভূমি, বন্যায় প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টাঙ্গাইল-২ আসনের স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির।

গতকাল শনিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নিকলা বিলে এক’শ কেজি মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাড. উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।