প্রতিবন্ধী-দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করলেন এমপি শাওন

প্রকাশিত: ৯:২৩ পিএম, জুলাই ৩১, ২০২০
  • শেয়ার করুন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনাভাইরাসের দুর্যোগে মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব শ্রেণিপেশার মানুষকে সুরক্ষিত রাখতে ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সঠিকভাবে মাঠপর্যায়ে বাস্তবায়নে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে এক হাজার প্রতিবন্ধী ও দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, করোনা মহামারি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবায় কাজ করতে হবে। দরিদ্র মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমানসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এমপি শাওন তার ব্যক্তিগত অর্থায়নে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক ও ২৭৬ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি দেন।