চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে: এমপি শিবলী সাদিক

প্রকাশিত: ১২:৩০ পিএম, জুলাই ২২, ২০২০
  • শেয়ার করুন

মো. জাকিরুল ইসলাম জাকির, দিনাজপুর-৬: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। করোনার এই দুর্যোগে প্রতিটি মানুষ যেন সেবা পায় সেজন্য চিকিৎসায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। করোনা-যোদ্ধা চিকিৎসকরা এই মুহূর্তে নিজের জীবন বাজি রেখে সেবা দিচ্ছেন। পৃথিবী যতদিন থাকবে, তাদের এই অবদান ততদিন পর্যন্ত মানুষ ভুলবে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজ অর্থায়নে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি শিবলী সাদিক।

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন। কেউ কোনও দুর্নীতি বা অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার। স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের রোগী যেন সঠিকভাবে চিকিৎসা সেবা পায় সে দিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে জেলার সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.খাইরুল আলম রাজু, উপজলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।