জুলাইয়ের মধ্যে চলতি মাসের অর্ধেক বেতন ও বোনাস পাবেন শ্রমিকরা

প্রকাশিত: ৩:৩৪ পিএম, জুলাই ২০, ২০২০
  • শেয়ার করুন

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরা ইতোমধ্যে জুন মাসের বেতন পেয়েছেন। এ খাতে শ্রমিকদের জুলাই মাসের অর্ধেক বেতন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করবে মালিক পক্ষ। আর ঈদ বোনাস আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করবেন তারা।

সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় রাজধানীর শ্রমভবনে সরকার, মালিক ও শ্রমিকের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভায় এসব কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

মন্নুজান সুফিয়ান বলেন, আমরা প্রতিটি কারখানায় আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বেতন বোনাস দিতে বলেছি, এটাই বহাল আছে। ৪২টি সেক্টরের সবাই এটা মেনে নিয়ে ২৫ জুলাইয়ের মধ্যে তারা বেতন-বোনাস পরিশোধ করবে। তবে ব্যাংক খোলা, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় তৈরি পোশাক খাতে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে বোনাস এবং ৩০ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করবে মালিক পক্ষ।

সভায় উপস্থিত ছিলেন শ্রম সচিব কে এম আব্দুস সালাম, কল কারখানা পরিদর্শন পরিদপ্তর ডিজি শিব নাথ রায়, শ্রম অধিদপ্তরের ডিজি একেএম মিজানুর রহমান, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, পরিচালক রেজোয়ান সিদ্দিক, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা চায়না রহমান, কামরুল হাসান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা।