শেখ হাসিনা লুটপাট চায় না, শেখ হাসিনা উন্নয়ন চায় : আব্দুস শহীদ

প্রকাশিত: ৩:০৩ পিএম, জুলাই ১২, ২০১৯
  • শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে সমতলের ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে শ্রীমঙ্গল উপজেলায় প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা ব্যায়ে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল উপজেলায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী ৮৫০ জনের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করেন। এর প্রাথমিক পর্যায়ে শিক্ষা বৃত্তি ২০০ জন, শিক্ষা উপকরণ ১০০ জন, রেইন কোট ১০০জন, মাধ্যমিক পর্যায়ে বাই সাইকেল ৫০ জন, শিক্ষা বৃত্তি ১০০ জন, শিক্ষা উপকরন ১০০ জন, স্কুল ব্যাগ ১০০ জন এবং কলেজ শিক্ষার্থী ১০০ জনের মধ্যে এসব বিতরন করা হয়।

এসময় ড. মো: আব্দুস শহীদ বলেন, শেখ হাসিনা লুটপাট চায় না, শেখ হাসিনা উন্নয়ন চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ভুমি কর্মকর্তা শাহিদুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালিক, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ।

এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।