করোনা আক্রান্ত এমপি শহিদুজ্জামান পুরোপুরি সুস্থ

প্রকাশিত: ১০:২১ পিএম, মে ২৩, ২০২০
  • শেয়ার করুন

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

আজ শনিবার (২৩ মে) এ সংসদ সদস্যের এর করোনার তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসে। এরমধ্য দিয়ে তিনি পুরোপুরি করোনামুক্ত হলেন। এর আগে গত ১৬ মে প্রথম রিপোর্ট নেগেটিভ আসে তার।

এর আগে গত ৩০ এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন শুক্রবার ১ মে তাকে জানিয়ে দেওয়া হয় তিনি করোনা পজিটিভ। এতদিন তিনি ন্যাম ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন। বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি চিকিৎসা নিয়েছেন।

করোনা নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন তার একান্ত সচিব (পিএস) নুরুল আবছার কাজল।

তিনি গণমাধ্যমকে বলেন, আজ স্যার এর তৃতীয় রিপোর্টটিও নেগেটিভ আসছে। স্যার এখন পুরোপুরি সুস্থ। এই আইন প্রণেতার বয়স ৬৫ বছর।

শহিদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।