সম্প্রীতিময় ছোট্ট একটি অসাম্প্রদায়িক গ্রাম তার ঝিনা: এমপি ইসরাফিল

প্রকাশিত: ১২:৪৬ পিএম, মে ২৩, ২০২০
  • শেয়ার করুন

ওমর ফারুক, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) প্রতিমিধিঃ- নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এমপি তার ফেসবুক আইডি থেকে

স্ট্যাটাসে বলেন- যেখানে আমার সাত পুরুষের বসতভিটা ।গ্রামটির মাঝখান দিয়ে রক্তেদহ বিলের সাথে সংযুক্ত হয়ে আত্রাই নদীতে মিলিত হওয়া প্রবাহিত নদীর পশ্চিম পাড়ে আমাদের বাড়ি।

পূর্ব পারে প্রতিবেশী ,গ্রামবেশি ও আত্মীয়দের বসত। হিন্দু মুসলমানের সম্মিলিত এই সম্প্রীতিময় ছোট্ট একটি অসাম্প্রদায়িক গ্রাম নাম তার ঝিনা।

এমপও ইসরাফিল বলেন-আগে মেঠো পথ দিয়ে রানীনগর উপজেলা ও শাহাগোলা রেলস্টেশন দিয়ে বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ করা হতো।

আমি এমপি হয়ে অনান্য এলাকার মত এই মাটির রাস্তাগুলো এখন পাকা সড়ক। নদীর উপর নবনির্মিত সেতুর উপর দাঁড়ালে এবং আমাদের বাড়ির পূর্ব বেলকনিতে দাঁড়ালে টেম্পস নদীর প্রতিবিম্ব হৃদয়কে আচ্ছাদিত করে।

তিনি আরও বলেন- বাড়ির পশ্চিম দিকে শান বাঁধানো ঘাটসহ পুকুর। আব্বা গেছেন না ফেরার দেশে আর আজ আমার গ্রামে এলাম মায়ের ডাকে ও মাটির টানে। ইফতারি ও নৈশভোজ শেষ হলো আম্ফান নামের ঝড়বৃষ্টির মধ্যে।

এমন দিনে তারে বলাযায়,
ঘনঘোর বরিষায়,,,,,,,,,,,,।
সমাজ সংসার মিছে সব
মিছে জীবনের কলোরব,,