প্রধানমন্ত্রীর বেধে দেওয়া নিয়ম ঘরে বসেই পালন করিঃ এমপি ইসরাফিল

প্রকাশিত: ৮:৪৫ পিএম, মে ২২, ২০২০
  • শেয়ার করুন

ওমর ফারুক, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলার তালিকাভুক্ত ৪২৩টি মসজিদের ইমাম ও সভাপতির নিকট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে প্রত্যেক মসজিদের অনুকূলে নগদ ৫০০০ টাকা করে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মোহাম্মদ মুসা প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, এই সংকটময় সময়ে আসন্ন ঈদুল ফিতরের নামাজ ঘরে বসেই আদায় করতে হবে। তাই প্রধানমন্ত্রী দেশের সকল মসজিদে এই অর্থ প্রদান করেছেন। আসুন সবাই মিলে সরকারের বেধে দেওয়া নিয়ম-কানুনগুলো ঘরে বসেই পালন করি আর করোনা ভাইরাসকে জয় করি।