প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দেশে খাদ্য সমস্যা থাকবে নাঃ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২:১৭ পিএম, মে ২০, ২০২০
  • শেয়ার করুন

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। করোনা ও খাদ্য সমস্যা মোকাবেলা করেই প্রধানমন্ত্রী তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিচ্ছেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দেশে কোন খাদ্য সমস্যা থাকবে না।

বুধবার (২০ মে) দুপুরে যশোরের মণিরামপুর খাদ্যগুদামে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

স্বপন ভট্টাচার্য্য আরো বলেন, কারোনায় অবহেলায় সরকারের খাদ্য সংগ্রহের পরিকল্পনা যেন ভেস্তে না যায়। কৃষকের হয়রানি কোনভাবে মেনে নেওয়া হবে না। গুদামে আনার আগে ইউনিয়ন ভিত্তিক উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দিয়ে কৃষকের ধান পরীক্ষা করাতে হবে। গুদামে ধান নিয়ে এসে কোন কৃষক যেন ফিরে না যান। একবার কৃষক ফিরে গেলে পরে আর তিনি গুদামে আসবেন না। ফলে সরকারের কৃষক বাঁচানো পরিকল্পনা ভেস্তে যাবে। সুতরাং সংশ্লিষ্ট সকলকে সচেতন থেকে কাজ করতে হবে।