ঈদকে সামনে রেখে ভূঞাপুর উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের হাতে ‘ঈদ উপহার’ তুলে দিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির মহোদয়।
পাশাপাশি একই অনুষ্ঠানে মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও সারা বিশ্বের মানুষকে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব মোল্লা ও অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে একত্রিত হয়েছিলেন।