২০ হাজার কর্মহীন মানুষের মধ্যে এমপি মুকুলের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১:৪৪ এএম, মে ৩, ২০২০
  • শেয়ার করুন

জেলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ২০ হাজার কর্মহীন মানুষের মধ্যে নিজস্ব উদ্যেগে ত্রাণ বিতরণ করছেন সংসদ সদস্য আলী আজম মুকুল।

শনিবার (০২ এপ্রিল) বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের টবগী ইয়াছিন পাড়া মহাবিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের হাতে প্রথম দিনের ত্রাণ তুলে দেন এমপি মুকুল।

এমপি মুকুল বলেন, দেশে করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারি নির্দেশ অনুযায়ি সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। তাই এই সময়ে ঘরে থাকা কর্মহীন মানুষকে আমার পক্ষ থেকে মাথাপিছু ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, আদা কেজি চিড়া ও একটি সাবান দেয়া হচ্ছে।

তিনি জানান, এর আগেও ৭ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া সরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। যাতে নিজ গৃহে থাকা মানুষের খাদ্য সংকট সৃষ্টি না হয়।

এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলার ভাপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, পৌর মেয়র মো. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।