কটিয়াদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি নূর মোহাম্মদ

প্রকাশিত: ৭:২৪ পিএম, এপ্রিল ৮, ২০২০
  • শেয়ার করুন

মোজাম্মেল হক, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ-১/২০২০ মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদ্রপরিসরে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশের সাবেক সফলআইজিপি, রাস্ট্রদূত, সচিব ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এসময় ৩৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাছে বীজ ও সার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, কটিয়াদী উপজেলায় ৯০০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজিএমওপি সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণে আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাঈনুর রহমান মনির প্রমুখ।