পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনী পণ্য বিক্রি করবে যুবলীগঃ ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত: ৬:৫৭ পিএম, এপ্রিল ৬, ২০২০
  • শেয়ার করুন

ফরিদপুরে যুবলীগের উদ্যোগে ট্রাকযোগে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনী পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি রবিবার (৫ এপ্রিল) দুপুরে তার বদরপুরের বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনার প্রকোপকে হালকা করে দেখার সুযোগ নেই। বাজারঘাট করতে যেয়ে সামাজিক দুরত্ব না মানলে এই ভাইরাস ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সরকার আগামী দুই সপ্তাহ সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করেছে।

সরকারের নির্দেশনা মেনে চললে এপ্রিলের মধ্যেই এই ভাইরাসের কবল থেকে মুক্তির আশা করা যায় বলেও তিনি উল্লেখ করেন।

জানাগেছে, নিত্যপণ্যের মধ্যে প্রতি কেজি চাল ৩৮ টাকা, ডাল ৭৩ টাকা, সয়াবিন তেল ৯৮ টাকা, আলু ১৯ টাকা, পেঁয়াজ ৩২ টাকা, লবন ১৫ টাকা, আটা ৩০ টাকা ও ডিম প্রতি হালি ২৪ টাকা দরে বিক্রি করা হবে।