সুযোগ থাকা সত্ত্বেও রোগী ফেরত দিচ্ছে, সময়মতো ব্যবস্থা নেওয়া হবেঃ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:৫৮ পিএম, এপ্রিল ৪, ২০২০
  • শেয়ার করুন

চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কোন হাসপাতাল রোগী ফেরত দিচ্ছে সরকার তা নজরে রাখছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সময়মতো ব‌্যবস্থা নেয়া হবে।’

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে অনলাইনে দেয়া বক্তব্যে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান এ মন্তব্য করেন।

বেসরকারি হাসপাতালগুলোকেও এই দুর্যোগে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘গণমাধ‌্যমের মাধ‌্যমে আমরা জানতে পেরেছি, এ সময় অনেক রোগীকে চিকিৎসা পেতে অসহায়ের মতো এক হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে, এটি কোনোভাবেই কাম‌্য নয়। কারণ, সর্দিকাশি হলেই তা করোনা নয়, আর করোনা রোগী হলেও তার সাহায‌্যার্থে আমাদের এগিয়ে আসা উচিত। অনেক ডাক্তার-নার্সই আজ করোনা রোগীদের সেবা দিচ্ছেন এবং অনেক করোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে।’

‘তাই আমি আশা করবো, যারা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করেন, তারা জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা পায়, সেটি তারা নিশ্চিত করবেন, জনগণ এটিই প্রত‌্যাশা করে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘কোন হাসপাতাল দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও রোগী ফেরত দিচ্ছে, সরকার সেটিও নজরে রাখছে, সময়মতো ব‌্যবস্থা নেয়া হবে।’