করোনায় সুরক্ষার জন্য ডাক্তারদের জন্য পিপিই দিলেন এমপি পাপন

প্রকাশিত: ২:৩৬ পিএম, মার্চ ৩০, ২০২০
  • শেয়ার করুন

করোনা ভাইরাস মোকাবেলায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিবির সভাপতি ও বাংলাদেশজাতীয় সংসদের কিশোরগঞ্জ-৬-এর সংসদ সদস্য মো. নাজমুল হাসান পাপন। করোনা মহামারিতে নিজের জেলার ডাক্তারদের সুরক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেন তিনি।

সোমবার (৩০ মার্চ) সকালে নাজমুল হাসান পাপনের পক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে ১০০ পিছ পিপিই, ২০১০ পিছ মাস্ক, ২০০পিছ হ্যান্ডগ্লোবস ও ২৫টি গগলস তুলে দেন বেক্সিকো ফার্মাসিটিকেলের সিনিয়র আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. ওবায়দুর রহমান ভূইয়া।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত উদ্যোগে এসব স্বাস্থ্য উপকরণ দেয়া হয়েছে। এ মূহুর্তে ডাক্তারদের জরুরি সুরক্ষা প্রয়োজন। এজন্য এগুলো ডাক্তারদের ব্যবহারের জন্য সিভিল সার্জনকে দেয়া হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, স্বাস্থ্য সুরক্ষা উপকরনগুলো আমাদের চিকিৎসকদের মধ্যে দেয়া হবে।