বাম জোটের সঙ্গে সভা বর্জন টিএসসির সংগঠনগুলোর

প্রকাশিত: ১২:৫০ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
  • শেয়ার করুন

পরিকল্পনা বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সেই লক্ষ্যে সংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোসহ বিভিন্ন সংগঠন, প্ল্যাটফর্ম ও মঞ্চের সঙ্গে আলোচনায় বসেছিল৷ কিন্তু সেখানে গেলেও সভা শুরুর কিছুক্ষণ পর তা বর্জন করেছে টিএসসিভিত্তিক ২১টি সংগঠন৷

রোববার বিকেল সাড়ে চারটার দিকে টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়৷ সভায় টিএসসিভিত্তিক ২১টি সংগঠন, ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন ও তৎপরতার মঞ্চ, যেমন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’, ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’, ‘চায়ের কাপে ডাকসু’সহ ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন৷ মূলত কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে সভা বর্জন করে টিএসসির সংগঠনগুলো৷