গাইবান্ধাবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

প্রকাশিত: ১০:৫৩ এএম, মার্চ ২৭, ২০২০
  • শেয়ার করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গাইবান্ধাবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই সেখানকার একটি থানা লকডাউন করার পর থেকে সবাই আংকিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরই নির্বাচিত প্রতিনিধি ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি বলছি।’

ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আপনারা বর্তমানে একটি মহামারি সংক্রামক ভাইরাস করোনার তাণ্ডব সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছেন।সারা বিশ্বকে আজ এক মহা সংকটের মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। তবে আপনাদের আতঙ্কিত হবার কিছু নেই। বাংলাদেশ সরকার এ ভাইরাসের সংক্রমণ রোধে সদা সচেষ্ট এবং প্রয়োজনীয় ব্যাস্থা গ্রহণ করেছে। করোনাভাইরাস এমন একটি ভাইরাস যেটি অতি দ্রুত সংক্রমিত হয়। এর কোনও প্রতিষেধক যেহেতু এখনও আবিষ্কার হয়নি সেহেতু প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করলে সংক্রমণ রোধ করা যায়।’

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এ কয়েকটা দিন সকল প্রকার গণসমাবেশ ও অহেতুক ঘোরাফেরা এড়িয়ে চলুন। নিজ গৃহে অবস্থান করুন। অতীব প্রয়োজন ব্যাতীত বাহির বের হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সাবান বা হ্যান্ড সেনিটারাইজ দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। সরকার ঘোষিত যে কোনো নির্দেশনা মেনে চলুন। টেলিভিশনে নিয়মিত বুলেটিন দেখুন এবং করোনা প্রতিরোধে নির্দেশনা দেখুন, নিজে বুঝুন অন্যকেও বোঝান।’