৪ দশমিক ৯৭ শতাংশ ভোটে জয়ী আওয়ামী লীগের মহিউদ্দিন

প্রকাশিত: ১০:০০ এএম, মার্চ ২২, ২০২০
  • শেয়ার করুন

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। ভোটের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি।

ঢাকা-১০ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এর মধ্যে শফিউল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৯৫৫। ৪ দশমিক ৯৭ শতাংশ ভোট নিয়ে জয়ী হলেন মহিউদ্দিন। তবে এত অল্প ভোট পেয়ে এর আগে কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কী-না তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শনিবার (২১ মার্চ) রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।

ঘোষিত ফল অনুযায়ী, শফিউল ইসলাম ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রবিউল আলম রবি ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট। জাতীয় পার্টির হাজি মো. শাহ্জাহান (লাঙ্গল) পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া কাজী মুহাম্মদ আবদুর রহিম (বাঘ) পেয়েছেন ৬৩ ভোট, নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) পেয়েছেন ১৫ ভোট এবং মো. মিজানুর রহমান (ডাব) পেয়েছেন ১৮ ভোট।