করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেইঃ কামরুল ইসলাম

প্রকাশিত: ৩:৫১ পিএম, মার্চ ১৪, ২০২০
  • শেয়ার করুন

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম আরও বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনাভাইরাস রোধে সরকার সকল পদক্ষেপ নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছে ও জেলা উপজেলায় সঙ্গরোধ স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে মুজিব বর্ষের অনুষ্ঠান ছোট পরিসরে পালন করা হবে। জনসমাগম হয় এমন অনুষ্ঠান থেকে বিরত থাকা হবে।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।